নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ১৫ আগস্ট ঘিরে পটুয়াখালী জেলার গলাচিপায় দেখা যায়নি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। তাদের দলীয় কার্যালয়ে কারো উপস্থিতি নেই। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে মিছিল করেছে। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার হাওলাদার, পৌর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাকসুদ তালুকদার, শাহিন খন্দকার, সবুজ প্যাদা, সহিদুল ইসলাম, মাসুদ রানা, আলী জিন্নাহ, মাসুম বিল্লাহ।

এতে উপস্থিত ছিলেন বাবু আশীষ কুমার সাহা উপজেলা যুবদলের সদস্য সচিব, শাহাবুদ্দিন শিকদার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মীর জাহিদুল ইসলাম নয়ন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক, পৌর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর যুব দলের যুগ্ন আহ্বায়ক ভাষান মাহমুদ, পৌর যুব দলের সদস্য মাহাবুবুর রহমান বাবুল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, পৌর শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক ফোরকান খলিফা যুবদল নেতা ইউসুফ সিকদার, হাফিজ, রিয়াজ সুমন, সোহাগ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে গলাচিপা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে আছে। নেতাকর্মীরা বলেন, শোক দিবসের নামে গলাচিপায় কোনো অরাজকতা সৃষ্টি করতে যেন না পারে সেই ব্যাপারে সজাগ রয়েছে বিএনপি।