ঝালকাঠিতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করায় মো. মাইনুল ইসলাম (২২) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে আটক করা হলেও সন্ধ্যার পর তাকে আটকের খবর প্রকাশ করে পুলিশ।
সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্যো গুয়াটন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাইনুল ইসলাম ঢাকা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ও গুয়াটন এলাকার মৃত মোতালেব আকনের ছেলে। ঢাকা কলেজের সক্রিয় শিবির কর্মী।

তথ্য প্রযুক্তি আইনে মামলা নিতে পুলিশ হেড কোয়াটার্সের অনুমতি প্রেয়োজন বিধায় পুলিশ মাইনুলকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। তথ্য প্রযুক্তি আইনে তার বরুদ্ধে মামলা গ্রহণের আনুমতি চেয়ে ইতিমধ্যেই পুলিশ হেড কোয়াটার্সের আবেদন করেছে পুলিশ।
গ্রেফতার মাইনুল আদালতে বসে সাংবাদিকদের কাছে নিজেকে শিবির কর্মী বলে স্বীকার করেছে।

ঝালকাঠি সদর থানার এসআই ফারুক হোসেন বরিশালটাইমসকে জানান, মাইনুল প্রধানমন্ত্রীকে নিয়ে নিজ আইডিতে কটুক্তি করেছে বলে স্বীকার করেছে। অভিযোগের বিষেয়ে স্কীন শর্ট আদালতে প্রেরন করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, অভিযোগের ভিত্তিতে মাইনুল ইসলামকে আটক করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা গ্রহনের আনুমতি চেয়ে ইতিমধ্যেই পুলিশ হেড কোয়াটার্সেও আবেদন করা হয়েছে।

ঝালকাঠি পুলিশ সুপার জোবায়েদুর রহমান বরিশালটাইমসকে জানান, হেড কোয়াটার্সের অনুমতি পেলে তার বিরুদ্ধে মামলা নেয়া হবে।”