পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান মোহন শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব অাবদুল মালেক।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের চিফফ হুইপ অা স ম ফিরোজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল অাবদুল নাসের চৌধুরীসহ প্রধানমন্ত্রীর অফিসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।