বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় ক্রিকেট খেলার পাওনা ৫০ টাকা নিয়ে দুই কিশোরের দ্বন্দ্বে খুন হয়েছেন এক কিশোরের পিতা ডালিম ঘরামী নামে ভ্যানচালক। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থানকালে শনিবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।  ডালিম ঘরামী উপজেলার বাইশারী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।’

 

 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, ক্রিকেট খেলার পাওনা ৫০ টাকা নিয়ে গত ৯ মে রাতে বাইশারী এলাকার ভ্যানচালক ডালিম ঘরামীর ছেলে বাবুলের সাথে কিশোর মোহসিনের হাতাহাতি হয়। এ সময় বাবুলের লাঠির আঘাতে মোহসিনের মাথা ফেটে যায়।’  এ ঘটনায় গ্রাম্য দালাল হিসেবে পরিচিত হানিফ এবং তার সহযোগিরা মোহসিনের পক্ষে অবস্থান নিয়ে বাবুলকে গাছের সাথে বেঁধে নির্যাতন চালায়।

 

ছেলেকে মারধরের খবর পেয়ে ভ্যানচালক ডালিম ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু হানিফ ও তার সহযোগিরা ডালিমকেও বেদম পিটুনি দেয়।’  এতে গুরুতর আহত হলে ডালিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়।

 

বাসায় অবস্থান করার পরপরই ডালিম মৃত্যুর কোলে ঢলে পড়েন।’ ওসি আরও জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সেই সাথে একটি হত্যা মামলা দায়ের পরবর্তী আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’