আমাদের অঙ্গীকার মাদক মুক্ত পরিবার’ স্লোগানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও আলোচনা সভা।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে ঝালকাঠি ডিসি অফিস চত্বরে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুলের শিক্ষার্থীরা সাইকেল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে।
ঝালকাঠি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান উপলক্ষে এ আয়োজন করা হয়।