নিজস্ব প্রতিবেদক –
ঢাকা থেকে প্রকাশিত গবেষণামূলক জাতীয় পত্রিকা “সাপ্তাহিক অগ্রযাত্রা” ও এর শাখা প্রতিষ্ঠান অনলাইন নিউজ পোর্টাল ক্রাইমসিন বিডি ডট কম এর প্রধান সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন বরিশালের বিশিষ্ট ক্রীড়াবীদ আলহাজ্ব সামসুল হক। আজ মঙ্গলবার বেলা ১১ টায় পত্রিকাটির সিএন্ডবি রোডস্থ বরিশাল ব্যুরো কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র ও ফুলের তোড়া তুলে দেন সাপ্তাহিক অগ্রযাত্রা’র কর্মকর্তা ও প্রতিবেদকরা। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম মেহেদী হাসান অর্নব,দৈনিক আজকের বার্তার উপদেষ্টা মিয়া এরশাদুল ইসলাম জিয়া,বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ রহমান, বিশিষ্ট প্রকৌশলী জিহাদ রানা, আমার বরিশাল টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক আরিফ হোসাইন, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক মশিউর রহমান মন্টু,নগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মামুন হোসাইন সহ বিভিন্ন পেশার কর্মকর্তারা।
উল্লেখ্য, বরিশাল শহরেই বেড়ে ওঠা সামসুল হকের। ছেলেবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি বেশ অনুরক্ত ছিলেন। তরুণ বয়সে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ ফুটবল টিমের অধিনায়ক ছিলেন। খেলেছেন খ্যাতনামা ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমানতগঞ্জ স্পোর্টিং ক্লাব,সোনালী অতীত ক্লাব,ও ইগলেস ক্লাবের প্লে মেকার হয়ে। এছাড়াও ১৯৭৮ সালে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন স্কুল এর পক্ষ থেকে ২০০ মিটার ফ্রি স্টাইল সাতারে অংশ নিয়ে জেতেন জাতীয় পদক। ভলিবলেও কম যাননি। বিভিন্ন লীগ পর্যায়ের খেলায় অসংখ্য পদক রয়েছে আশির দশকের এই ক্রীড়াবীদের। বর্তমানে তিনি বরিশাল ফুটবল রেফারী সমিতির সাধারন সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার ভলিবল বিষয়ক সম্পাদক, ও সোনালী অতিত ক্লাবের জয়েন্ট সেক্রেটারি হিসেবে সাফল্যের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া লেখালেখি ও বিভিন্ন জনসেবামূলক কর্মকান্ডে নিয়োজিত আছেন আলহাজ্ব সামসুল হক।