বরিশাল: নিখোঁজের চারদিন পর বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শাহেন শাহ খান (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার রতœপুর ইউনিয়নের ছয়গ্রাম কলেজ সংলগ্ন খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
শাহেন শাহ খান পাশ্ববর্তী গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের ফরহাদ খানের পুত্র। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে এলাকাবাসী খালের পানিতে দুটি বস্তা ভাসতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা দুটি তীরে এনে একটির মধ্যে ওই যুবকের লাশ এবং অপরটিতে মোটরসাইকেলের হেলমেট পায়।
এ ঘটনায় গৌরনদী থানায় খবর দিয়ে যুবকের স্বজনদের আসতে বলা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান ওসি। তবে উদ্ধার লাশটি বেশ কয়েকদিন পানিতে থাকার কারণে বিকৃত হয়ে গেছে। পুলিশের ধারণা- যুবকে হত্যার পরে বস্তাবন্দি করে কেউ লাশটি ২ থেকে ৩দিন আগে খালে ফেলে দেয়।’