বরিশাল: বরিশাল জেলার মুলাদী উপজেলার পৌর এলাকার বেইলি ব্রিজ এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. ইব্রাহিম (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মে) বিকেল সাড়ে ৩ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার গাছুয়া ইউনিয়নে।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান, মোটরসাইকেলে করে বেইলি ব্রিজ এলাকায় শ্বশুরবাড়ি আসছিলেন ইব্রাহিম। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।