পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পুলিশের এক এএসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (২১ মার্ রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় হামলাকারী মনির হোসেন মৃধাকে (২৮) আটক করেছে পুলিশ। মনির ছোটবাইশদিয়া গ্রামের নয়া মৃধার ছেলে। সন্ধ্যা ৭টার দিকে রাঙ্গাবালী থানার এএসআই সিদ্দিকুর রহমান মৎস্য অভিযানের জন্য মোটরসাইকেলে কোড়ালিয়া লঞ্চঘাটের উদ্দেশে রওনা হন।

পথে কোড়ালিয়া বাজারের প্রবেশ পথে পেছন থেকে মনির হোসেন ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

সঙ্গে সঙ্গে মনিরকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, মনির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।

রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।