বরিশাল: গৌরনদী উপজেলার বাটাজোর মহিলা কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গতকাল রবিবার সকালে রিমন তালুকদার (২৮) নামে এক বখাটেকে আটক করেছে এলাকাবাসী। আটক রিমন উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের নিত্যানন্দ তালুকদারের বখাটে ছেলে। তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বরিশালটাৈইমসকে জানান, বাটাজোর রাবেয়া ফজলে করীম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও যৌন হয়রানি  করে আসছিল রিমন ও তার সহযোগীরা। গতকাল রবিবার সকালে কলেজে আসার সময় ওই ছাত্রী বাটাজোর বটতলা নামক স্থানে পৌঁছালে রিমন তার দুই সহযোগীকে নিয়ে তার পথরোধ করে অশ্লীল আচরণ  করে উত্ত্যক্ত করে এবং তার শ্লীলতাহানি ঘটায়। এ সময় এলাকাবাসী ধাওয়া করে রিমনকে আটক করে গণধোলাই দিয়ে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। এ সময় পালিয়ে যায় রিমনের সহযোগী আব্দুল জলিল পালিয়ে যায়।

আটক রিমনকে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব আলমের আদালতে সোর্পদ করা হয়। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক তাকে তিন মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরপরই রিমনকে বরিশাল জেল হাজতে পাঠানো হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।