ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাকসুদুর রহমানকে প্রতাহার করা হয়েছে।

বুধবার দুপুরে তিনি ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার আঃ রাকিব বৃহস্পতিবার নিশ্চিত করেছেন।

আসন্ন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পরে মনোনয়নপত্র জমাদানের শেষদিন পর্যন্ত নলছিটিতে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিলো তা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াসহ নানা অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর ২০১৫ ইং সালে তিনি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নলছিটি থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।