বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সেলিম হাওলাদার ওরফে সলিম (৩৫) নিহত হয়েছেন। এ সময় পুলিশের দুই এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সলিম সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর এলাকার মৃত হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১১টি মামলা ছিল।

বন্দুকযুদ্ধে আহত পুলিশের এসআই ফারুক হোসেন, এসআই কমল ও কনস্টেবল পারভেজকে চিকৎসা দেয়া হচ্ছে।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, র‌্যাব-১০ এর একটি দল মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া বাজার থেকে সলিমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ঢাকা থেকে সলিমকে মুলাদীতে নিয়ে আসা হয়।

রাত পৌনে ৩টার দিকে সলিমের স্বীকারোক্তি মতে উত্তর পাতারচর এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে গোলাগুলি বন্ধ হয়ে গেলে সলিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

সেখান থেকে পাইপগান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পুলিশের ৩ জন আহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।