বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস বলেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে দেশের চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অদম্য সাহস নিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন। যা বিশ্ব দরবারে তাক লাগিয়ে দিয়েছে।
দেশের চলমান উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল জেলা আ’লীগের এই নেতা।
রোববার (০৩ জুন) দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেছেন।
এছাড়া তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষ ভালো মানের সেবা পাচ্ছেন। মা ও শিশু মৃত্যুর হার কমে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগ নেতা মো. হাবিবুর রহমান খান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আ. মজিদ সিকদার বাচ্চু, গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. ছত্তার মোল্লা, সাধারণ সম্পাদক এস এম মিন্টু, উপজেলা যুবলীড় নেতা শহিদুল ইসলাম বাবু, মো. শাওন বালী প্রমুখ।