গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে ১ শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ শতাধিক। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে নামে ১৫ বছর বয়সী এক শিশুও রয়েছে। শিশুটির নাম হাইথাম আল জামাল। খান ইউনিসের পূর্ব সীমান্তে সে গুলিবিদ্ধ হয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার সীমান্তের পাঁচটি স্থানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন।
প্রসঙ্গত, ফিলিস্তিনিরা গত ৩০ মার্চ থেকে ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ আন্দোলন শুরু করে। এ আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত ১২৮ জন নিহত হয়েছেন। তবে, এখন পর্যন্ত কোনো ইসরায়েলি হতাহত হয়নি।