পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী গ্রামের এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে (২৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় ভিকটিমের মা বাদী হয়ে জসিম শেখ (২৮) নামে স্থানীয় এক ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন।

জসিম উপজেলার খানাকুনিয়ারী গ্রামের মৃত মালেক শেখের গ্রামের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরে ওই নারী একা ঘরে ছিলেন। এ সুযোগে প্রতিবেশী জসিম তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটি জসিমের কণ্ঠস্বর চিনতে পারায় তার মা ফিরে এলে ঘটনাটি জানায়। পরে মা ও মেয়ে থানায় গিয়ে মামলা করেন।

এদিকে, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, ধর্ষককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।