বরিশাল: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডাদশেপ্রাপ্ত দুলাল সিকদার বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি এলাকার ফারুক সিকদারের ছেলে।
২০১৫ সালে ২১ এপ্রিল গৌরনদীর টরকী বন্দর এলাকা থেকে আড়াইশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলালকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-আট এর সদস্যরা।
এ ঘটনায় গৌরনদী থানায় র্যাব-আট এর সেই সময়ের ডিএডি হারুন অর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। একই সালের ২২ মে দুলারের নামে আদালতে চার্জশিট দেন থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) লোকমান।
নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুপুরে আদালত এ রায় দেন।