পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের লঘুনাথপুর গ্রামে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে সুরুজ জামাল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

 

নিহত সুরুজ জামাল উপজেলার লঘুনাথপুর গ্রামের সরোয়ার শেখের ছেলে।

 

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, সুরুজের বাবা সরোয়ার শেখ ও চাচা মোশারেফ শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ নিয়ে সরোয়ার ও মোশারেফের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে মোশারেফ শেখের ছেলে মেহেদী হাসান দা দিয়ে সুরুজ ও তার ভাই বাদল শেখকে (২৪) কুপিয়ে জখম করেন।

 

এ অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পাশের বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। বাদল ওই হাসপাতালে চিকিৎসাধীন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাসেল সরোয়ার বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সুরুজ জামালকে তার চাচাতো ভাই কুপিয়ে হত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।