বরিশাল: গুলশান শোলাকিয়া হত্যাসহ সারাদেশে টারগেট কিলিং গুপ্তহত্যা সাম্প্রদায়ীক সন্ত্রাস, দেশী বিদেশী ষড়যন্ত্র লুটপাটে বিপন্ন স্বদেশ রুখে দাড়াও বাংলাদেশ এই শ্লোগান নিয়ে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার বেলা ১১ টায় অশ্বিনী কুমার হলের সামনে সড়কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) জেলা কমিটি এই কর্মসূচি আয়োজন করে।  

 

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট একে আজাদ বলেন, গুপ্তখুন আর ইচ্ছামাফিক হত্যার মধ্যদিয়ে দেশে এমন একটা পরিবেশ তৈরী হয়েছে যেন কেউ আর নিরাপদ নয়। স্বাধীনতা বিরোধী মৌলবাদ মিলে জঙ্গিবাদের উত্থান ঘটায়ে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে লাগামহীন ভাবে একের পর এক হত্যাকান্ড ঘটায়ে চলছে।

 

এসব হত্যাকান্ডের প্রতিবাদে প্রগতিশীল স্বাধীনতার স্বপক্ষের জনতাকে একত্রিত হয়ে রুখে দাড়ানোর আহবান করেন তিনি।   এই কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, ছাত্রইউনিয়ন বিএম কলেজ শাখা সভাপতি দীপঙ্কর কুন্ডু সহ অন্যরা। এরপর একটি বিক্ষোভ মিছির নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।