শিরোনাম দেখে অনেকের চোখ কপালে ওঠারই উপক্রম। তবে এটাই সত্যি। ১৮ ম্যাচ ধরে ইংলিশ ক্লাব আর্সেনালকে হারাতে পারেনি কোন দল। আর্সেন ওয়েঙ্গারের অবসরের পর দলটির দায়িত্ব নিয়ে উনাই এমেরি পেয়েছে দারুণ এক সূচনা।
সবরকম প্রতিযোগিতায় আর্সেনাল বর্তমানে ১৮ ম্যাচ ধরে অপরাজিত। আগস্ট মাসে প্রিমিয়ার লিগে চেলসির কাছে ৩-২ ব্যবধানে হারার পরই শুরু হয় আর্সেনালের অপরাজিত থাকার মিশন।
প্রিমিয়ার লিগে পরবর্তীতে ১১ ম্যাচ খেলে ৮টিতেই জয় তুলে নিয়েছে উনাই এমেরির শিষ্যরা। যেখানে ড্র তিনটিতে। অন্যদিকে, এই সময়ে ইএফএল কাপেও দুটি ম্যাচ জিতেছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারার দরুণ ইউরোপা লিগে খেলতে হচ্ছে আর্সেনালকে। সেভিয়াকে হ্যাটট্রিক ইউরোপা লিগ জেতানো কোচ উনাই এমেরি এখন আর্সেনালের দায়িত্বে। তাই এখানের পরিবেশটা বেশ ভালোভাবেই জানা আছে তারা।
অভিজ্ঞতার কারণেই তাই ইউরোপা লিগের গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৪টিতেই জিতে ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল। যেখানে সর্বশেষ জয়টি আসে বৃহস্পতিবার ইউক্রেনের ক্লাব ভরস্ক্লা পলতাভার বিপক্ষে। কিয়েভে পলতাভার মাটিতে তাদেরকেই ০-৩ ব্যবধানে হারিয়ে ১৮ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ে আর্সেনাল।