অতিরিক্ত টোল না দেয়ায় গভীর রাতে এক মুসল্লীর দাড়ি ছিড়ে ফেলা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে বরিশালে। শুক্রবার গভীর রাতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল ঘরে ঘটনাটি ঘটে। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় এনিয়ে বেশ উত্তেজনারও সৃষ্টি হয়েছে। এলাকার জনগণও এর সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় কাউন্সিলরের কাছে।

এদিকে টোলের ইজারাদার মাহফুজ খান বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে একাধিক মাধ্যম থেকে জানা গেছে। অপরদিকে গভীর রাতে লাঞ্ছনার শিকার বৃদ্ধ মুসল্লী আশ্রাব আলী খান নগরীর ২৪নং ওয়ার্ড কাউন্সিলরের কাছে একটি লিখিত অভিযোগও দিয়েছেন। ওই অভিযোগ সূত্রে জানা যায়, চরমোনাই মাহফিল শেষ করে শুক্রবার গভীর রাতে ট্রাক নিয়ে বরিশালের উদ্দেশে আসছিল মুসল্লী আশ্রাব আলী খান (৬০)। পথিমধ্যে দপদপিয়া টোল ঘরে ট্রাকের নির্ধারিত ২শত টাকা ভাড়া দিতে যায় আশ্রাব আলী। তবে তা নিতে অস্বীকৃতি জানায় টোল ঘরের কর্মচারীরা। তারা আশ্রাব আলীর কাছে ৩শত টাকা দাবী করেন।

তবে আশ্রাব আলী খান তা দিতে অস্বীকৃতি জানালে তার দাড়ি টেনে ছিড়ে ফেলা হয় এবং তাকে নানা ভাবে লাঞ্ছিত করা হয়। এই বিষয়ে জানতে টোল ঘরের ইজারাদার মাহফুজ খানকে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ আনিসুর রহমান জানান, এই বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। ইজারাদার মাহফুজ খানকে কল করে বিষয়টি বলেছি। তিনি শালিস মীমাংসা করার জন্য ঘটনার ভুক্তভোগীকে তার কাছে পাঠাতে বলেন। তবে আমি তাকে আর কিছু বলিনি। লাঞ্ছিত করবেন তারা, আবার তাদের কাছে গিয়ে শালিস মীমাংসা করতে হবে এটা কেমন কথা। এই বিষয়টি নিয়ে আমি নিজেই নানা চাপের মুখে রয়েছি।

সড়ক ও জনপথ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।’ অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়টি ভাইরাল হয়ে যাওয়ায় এই নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে বরিশালজুড়ে। অনেকে বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে বলে অভিব্যক্ত করেছেন।

আবার অনেকে ইজারাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইজারাদার মাহফুজ খানের বিরুদ্ধে ইতিপূর্বেও নানা অভিযোগ পাওয়া গেছে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে নানা স্তরের মানুষের কাছ থেকে। মাহফুজ খান এই টোল ঘরের ইজারা পাওয়ার পর ধরাকে সরা জ্ঞান করছেন বলে অভিযোগ ২৪নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।’