বরিশাল শহরের ২২ নম্বর ওয়ার্ডের ‘শহীদ জিয়া সড়ক’ এলাকায় আগুনে চার ব্যবসা-প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দমকল বাহিনীর সদস্যরা জানান, জিয়া সড়কে ব্রাশ ফ্যাক্টরির পাশে সিরাজের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী মো. আদু মিয়ার দর্জির দোকান, অপর একটি চায়ের দাকান ও রিকশার পার্সের দোকানসহ চারটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ওই চারটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন।’