শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা চলাকালে বরিশাল বিএম কলেজ কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করায় শাহজাদা মোল্লা (২৭) নামে এক যুবকের অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শাহজাদা মোল্লা নগরীর কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা।
শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন।
ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, শাহাজাদা মোল্লা পরীক্ষা চলাকালে কলেজের অডিটোরিয়াম কক্ষে প্রবেশ করে। এসময় তাকে বাধা দেয়া হলে শাহাজাদা অসৌজন্যমূলক আচরণ করে। পরে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।