জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে আয়ুব আলী হাওলাদার(৬৫), ইউসুফ হাওলাদার (৪০), সোহেল (২৫), সোলায়মান (৩০), রিয়াজ (৩২), ইসাহাক (৬৮) মহিবুল্লাহ (২২), আফজাল (৩২), নূরজাহান (৫০) ও শিল্পীকে (৩০) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আফজাল হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আদালতে মামলা চলছিল। ওই জমি আমরা ৬০ বছর ধরে ভোগ করে আসছি। হঠাৎ করে স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন আকন ও নুরু হাওলাদারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ২৫/৩০ জন লোক আমাদের উপর হামলা চালায়।
তালতলী থানার ওসি কমেলন্দ্র হাওলাদার জানান, ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোন আভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।