বরিশাল: জেলার গৌরনদী উপজেলা সদরে বিদ্যুতায়িত হয়ে বিএম মাহাবুব আলম (৬৭) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেওয়ার আব্দুস সালাম স্বজনদের বরাত দিয়ে বরিশালটাইমসকে জানান- উপজেলা সদরের চরগাধাতলী গ্রামে বাড়ি নিমার্ণ করছিলেন মাহাবুব আলম। ওই বাড়িতে মটারের লাইন দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
আহত হলে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু হয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বরিশালটাইমসকে বলেন, তিনি পুলিশ পাঠিয়ে ঘটনা সম্পর্কে অবহিত হয়ে পরবর্তী ব্যাবস্থা নিবেন।’