বরিশালে নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সিটি মেয়র আহসান হাবীব কামালসহ স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতারা এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সেখানে ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া নগরীর কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এর মধ্যে কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় এবং পুলিশ লাইনস মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া কালিজিরা বড় জামে মসজিদ ময়দানে সাড়ে ৭টায়, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থান, ল’ কলেজ জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, জেল গেট জামে মসজিদ, গুঠিয়া জামে মসজিদ, পাওয়ার হাউস জামে মসজিদ এবং মেডিকেল কলেজ জামে মসজিদে সকাল ৮টায়, পোর্ট রোড জামে মসজিদে সোয়া ৮টায়, ফকির বাড়ি জামে মসজিদ এবং নেছারাবাদ জামে মসজিদে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই দরবার শরিফের মাদ্রাসা মাঠে। সেখানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চরমোনাই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জানান, প্রতিবার ঈদুল ফিতর ও ঈদুল আজহায় চরমোনাই মাদ্রাসা মাঠে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ছারছিনা মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করা হবে সকাল সাড়ে ৮টায়। সেখানেও হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।