ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া তেতুলিয়াপাড় ইউনিয়নের চর রমেশ গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করা হয়।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ বরিশালটাইসকে জানান, সকালে স্থানীয়রা চর রমেশ গ্রামের বাঁধের পাড়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরবর্তীতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলি।’