মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন নিজের প্রিয় জিনিসকে উৎসর্গ করা হয় আল্লাহর নামে। আর এই দিনেই নির্মমতা, নৃশংসতার নজিরবিহীন নিদর্শন রাখল মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
মাংসের দোকানে যেভাবে ভেড়া বা ছাগল কাটা হয়, ঠিক সেভাবেই বন্দিদের খুন করে উল্লাসে মাততে দেখা গেল এই জঙ্গিগোষ্ঠীকে। সম্প্রতি প্রকাশ হয় ১২ মিনিটের একটি ভিডিও। সিরিয়ায় ধারণকৃত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাংসের দোকানে যেভাবে কাটা পাঁঠা ঝুলিয়ে রাখা হয়, ঠিক সেভাবেই উল্টো করে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে বন্দিদের। আর সেই অবস্থাতেই তাদের গলা কেটে হত্যা করা হচ্ছে। কাউকে কাউকে আবার হাড়িকাঠে বলি দেয়া হচ্ছে।
বীভৎস ওই ফুটেজটি সামনে আসতেই হইচই পড়ে গেছে। এর আগেও আইএসের নৃশংসতার উদাহরণ সামনে এসেছে। কিন্তু এবারের এই ফুটেজ যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। সূত্র : জিনিউজ