বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভাঙন কবলিত নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, সন্ধ্যা নদীর ভাঙন রোধ করা না হলে শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি বিজড়িত বসতবাড়ি, যাদুঘর, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসাসহ রহিমগঞ্জ গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই, ভাঙন প্রতিরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।