বুড়িয়ে যাচ্ছেন সালমান খান। অথচ ‍এখনও ব্যাচেলর রয়ে গেলেন। কেউ কেউ বলেন, সালমান খানের নাকি বয়স বাড়ে না।

কিন্তু ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় সল্লুকে দেখা  যাবে ৭০ বছরের বয়স্ক এক বৃদ্ধের ভূমিকায়। সালমানকে এর আগে কোনও সিনেমাতেই এত বয়স্ক কারও চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।

 

২০১২ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়া যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ সিনেমায় সালমান অভিনয় করেছিলেন দেশের গুপ্তচরের ভুমিকায়। সেই সিনেমায় সালমানের চরিত্রের নাম ছিল টাইগার। এক থা টাইগার টু মানে ‘টাইগার জিন্দা হ্যায়’-তে দেখানো হবে সালমানের বয়স বেড়েছে।

 

টাইগারের বয়স ১৭ থেকে ৭০ হয়েছে। সেই ৭০-এর টাইগারের মুখ থেকেই শোনানো হবে ‘টাইগার জিন্দা হ্যায়’-র গল্প। টাইগার শোনাবেন তার দীর্ঘ কর্মজীবনের নানা গল্পের কথা।

 

পরিচালক হিসেবে থাকছেন আলি আব্বাস জাফর। যিনি সুলতান সিনেমায় সালমানকে আলাদা পর্যায়ে নিয়ে গিয়েছেন। টাইগার জিন্দা হ্যায়-তে নায়িকা হিসেবে কে থাকবেন তা জানা যাচ্ছে না। তবে আদিত্য চোপড়ার ইচ্ছা ক্যাটরিনাকেই।