বরিশাল: হিন্দুধর্মালম্বীদের সবচে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এবছর বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলার ৫শ’র বেশি মন্দিরে অনুষ্ঠিত হবে।

এর মধ্য বরিশাল মহানগর এলাকায় ৩৪টি, জেলায় ১০টি ও বিভিন্ন উপজেলার ৫২৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আর শারদীয় দূর্গা পূজাকে কেন্দ করে এরই মধ্যে নগরীর পূজামন্ডপ গুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে দ্রুতগতিতে।

নগরীর রামকৃষ্ণ মিশনের শারদীয় দূর্গা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক মহারাজ বিজিতাত্মানন্দ জানান, আগামী ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর দেবী দুর্গা ঘোটকে (ঘোড়া) আগমন এবং ঘোটকেই (ঘোড়া) গমন করবেন।

পরবর্তীতে আগামী ০৭ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের মূল পুজা শুরু হয়ে ১১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।

বিগত বছরগুলোর তুলনায় এ বছর পূজামন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আরো কঠোর ভূমিকা পালন করবে। তাই এখন থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।’