বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নয়ন (২৪), রবিউল (১৮), হারুন (৬০), রাকিব (২০), হিরন (২৫), শামসুল হক (৬০), নূরজাহান (৫০), রিপন (৩০) ও রাকিবকে (১৯) বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে হিরনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আহতরা জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই নারী ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।