ঝালকাঠি: ঝালকাঠি থেকে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী  জানান, রোববার (২৫ সেপ্টেম্বর) বেকুটিয়া ফেরিঘাটে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে আল কায়েস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।

 

এসময় অটোরিকশায় থাকা পিরোজপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান লোকজন নিয়ে বাসচালক নান্না সিকদারকে মারধর করেন। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে মালিক-শ্রমিকরা যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, সকালে ঝালকাঠির দিকে যাত্রীবাহী বাস পাঠানো হয়। কিন্তু সে বাস আর আসতে দিচ্ছে না ঝালকাঠি বাস মালিক সমিতি।