প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, আপনার দৃঢ়চেতা নেতৃত্ব কঠিন সময়ে বাংলাদেশের মানুষকে আশার আলো দেখিয়েছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটিয়ে বাংলাদেশে উন্নতিতে দ্রুত অগ্রগতি দেখিয়ে জনগণকে শান্তি ও সমৃদ্ধিতে রেখেছে আপনার দৃঢ় নেতৃত্ব।

এ সময় তিনি অক্টোবরে ভারতের গোয়ায় দ্বিপাক্ষিক আঞ্চলিক বিষয়ক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।