বরিশাল: বরিশাল নগরীতে গতকাল বুধবার ভোরে ভারি বৃষ্টি আর বজ্রপাত হয়েছে। টানা ঘন্টা খানেকের বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বরিশাল আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে ভোর ৪টা ৪০ মিনিটে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস।
বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৮ ভাগ। দুপুর ১২টা পর্যন্ত বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে বরিশাল নগরীর ব্যস্ততম সদর রোড, ফজলুল হক এভিনিউ, বগুড়া রোড, কালীবাড়ি রোড, ফকির বাড়ি রোড, নবগ্রাম রোডসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। এদিকে বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সাথে রংপুর, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, উত্তরপ্রদেশ, পূর্ব-মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে।’