বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার হরহর গ্রাম থেকে স্কুলছাত্রী সুমী গাইনকে অপহরণের একদিন পর উদ্ধার করা হয়। একই সাথে অপহরণকারী পঙ্কজ বাড়ৈকেও গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে অপহরণের পর বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে গৌরনদী থানা পুলিশ।’
পুলিশ জানান- সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী সুমী গাইন গত বুধবার দুপুরে প্রাইভেট পড়তে বাটাজোর যাওয়ার পথে পঙ্কজ বাড়ৈ’র নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাবুল গাইন বাদী হয়ে ৭ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।’
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে একই উপজেলার হরহর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী সুমী গাইনকে উদ্ধার করা হয়। একই সাথে অপহরণকারী পঙ্কজ বাড়ৈকেও গ্রেফতার করা হয়।’