বরিশাল: আওয়ামী লীগ-বিএনপি’র বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার লক্ষে বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আজাহারুল ইসলাম আরজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লড়াই সংগ্রামের মধ্যদিয়ে সাম্রাজ্যবাদে সকল অপশক্তি দূর করতে হবে। এর থেকে মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই বাম গণতান্ত্রিক ধারা বেগবান করার জন্য এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

এরপর, একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়।

এসময়, জেলা সিপিবি’র সভাপতি অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে সম্মেলনে জেলা এবং উপজেলা কমিটির নেতারা অংশ নেন।