পারিবারিক কলহের জের ধরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামে হাসি বেগম (২০) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে।

শনিবার রাত ১২ টার দিকে ঘরের ভিতর থেকে পুলিশ হাসি বেগমের মৃতদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

হাসি বেগম পোনাবালিয়া গ্রামের দিনমজুর রিপন হাওলাদারের স্ত্রী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত হাসি বেগমের বড় ভাই মো. বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, প্রায় তিন বছর আগে রিপনের সঙ্গে হাসির বিয়ে হয়। এর পর থেকে বিভিন্ন সময় হাসির শাশুড়ি মকসুদা বেগম ও বড় জা রেহেনা বেগম মিলে তাকে নির্যাতন করত।

রিপন হাওলাদার ও তার মা মকসুদা বেগম এবং ভাইয়ের স্ত্রী রেহেনা বেগম মিলে হাসি বেগমকে হত্যা করেছে বলে দাবি বিল্লাল হোসেনের।

ঝালকাঠি সদর থানার এসআই মজিবর রহমান বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।