বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার দুধল মৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

 

 

তবে এতে কোন গুরতর আহত বা নিহতের কোন খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে জননী পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্চিলো।

 

এ সময় উপজেলার দুধল মৌ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ফলে ১০ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তারা সুস্থ হয়ে ওঠেন।