বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন ও তার ছেলে পৌর কাউন্সিলর জিএম মুসাসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার অভিযোগে মামলা হয়েছে।

আমতলী পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের জয় চন্দ্র বাদী হয়ে বরগুনা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে রবিবার সকালে মামলাটি করেন।

মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেনকে হুমুকের আসামি ও জিএম মুসাকে প্রধান আসামি করা হয়।

অন্য আসামিরা হলেন সোহেল গাজী (৩৮), নুরুজ্জামান (৩২), নাজমুল হাসান সোহাগ, ইব্রাহিম (২৫), ইমাম (২৫), আতিক (২৬), জয়নাল, রহিম আকন, সাইদুল ও জিয়া মল্লিক।

আদালতের বিচারক মো. মাছুম বিল্লাহ মামলাটি আমলে নিয়ে সহকারি কমিশনার (ভূমি) আমতলীকে তদন্তের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, আমতলী পৌরসভার প্যানেল মেয়র জিএম মুসার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী গত ২৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আমতলী পৌরসভাধীন আখড়াবাড়ির সামনের রাস্তায় বাদী জয় চন্দ্রের মটরসাইকেলের গতিরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় জয় চন্দ্র টাকা দিতে অস্বীকার করলে, আসামিরা সঙ্গে থাকা পিস্তল বের করে হত্যার হুমকি দেয় এবং মটরসাইকেলের লুকিং গ্লাস ভাঙচুর করার অভিযোগ করা হয়। একইসঙ্গে এক নং আসামি সংঙ্ঘবদ্ধ হয়ে মামলার বাদীসহ সাক্ষীদের জীবননাশের হুমকিও দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।