বরগুনা: বরগুনার পাথরঘাটায় চতুর্থ শেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিপন হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আটক রিপন উপজেলার বাদুরতলা গ্রামের তোতা হাওলাদারের ছেলে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) জানান, সন্ধ্যায় রিপন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। আশপাশের লোকজন টের পেয়ে রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় রিপনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করা হবে বলে ওসি জানান।