চলতি বছরের চিকিৎসা শাস্ত্রের নোবেল পেয়েছেন জাপানের ইয়োশিনরি ওহসুমি। কোষের কর্মপদ্ধতি বিষয়ক গবেষণার জন্য স্বীকৃতি পেয়েছেন টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজির এই গবেষক।

কোষের অটোফ্যাগি কর্মপদ্ধতি বা কিভাবে দেহ কোষের উপাদান ধ্বংস হয়ে আবার পুনরুজ্জীবিত হয় সেটি ওহসুমির গবেষণায় উঠে এসেছে। তার এই আবিষ্কার ক্যান্সার থেকে শুরু করে পারকিনসন রোগের চিকিৎসার নবদিগন্ত উন্মোচন করেছে। সোমবার স্টকহোমে চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার ঘোষণার সময় বলে হয়, ১৯৯০ সালে ওহসুমির গবেষণায় উঠে আসে কিভাবে জীবের ক্ষুদ্রতম ইউনিট কোষ কিভাবে সংক্রমণ ও খাদ্যঘাটতির সময়ে অভিযোজন করে।

গত বছর চিকিৎসা বিষয়ক নোবেল পেয়েছিলেন তিন জন: পরজীবী বিষয়ক গবেষণার জন্য উইলিয়াম ক্যাম্পবেল ও সাতোশি ওমুরা এবং ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কারের জন্য পেয়েছিলেন চীনের ইয়োইয়ো তু। ১১৫ বছর আগে আলফ্রেড নোবেলের শুরু করা এই পুরস্কারের আর্থিক মূল্য ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা ৯ লক্ষ ৩৭ হাজার ডলার। ওয়াশিংটন পোস্ট।