বরিশাল: বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী নৌ-যান কীর্তনখোলা লঞ্চের সত্ত্বাধীকারি মো. মঞ্জুরুল হাসান ফেরদৌসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নবগ্রাম রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল কর্যালয়ের পরিচালক মো. আক্তারুজ্জামান বরিশালটাইমসকে জানান, ফেরদৌসের ঠিকাদারি প্রতিষ্ঠান মঞ্জুরুল হাসান অ্যান্ড কোং সিলেটের সুনামগঞ্জের একটি সড়ক নির্মানের কাজ করে। কিন্তু কাজ অসমাপ্ত রেখেই ১ কোটি টাকার বিল তুলে নিয়ে আত্মসাত করেন তিনি।
এ ঘটনায় গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কর্যালয়ের কর্মকর্তা সুভাষ চন্দ্র বাদী হয়ে দুর্নীতি দমন আইনে মামলা করে।
ওই মামলায় আজ বরিশাল থেকে মঞ্জুরুল হাসান ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়।