পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দর খালে বিদ্যুতের তারে জড়িয়ে মো: আল আমিন (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন বাদশা (৬০) ও সেলিম হাওলাদার (৩৫) নামে আরো দুই জেলে।

আল আমিন ভান্ডারিয়া উপজেলার পশারিবুনীয়া গ্রামের কাছেম চৌকিদারের ছেলে। অন্য দু’জনের বাড়িও পশারিবুনীয়া।

জানা গেছে বুধবার দুপুরে এফবি চম্পা আক্তার নামের একটি মাছ ধরা ট্রলার পাড়েরহাট বন্দরের বরফকল থেকে বরফ আনাতে যাওয়ার পথে খালের ওপর থেকে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ওই তিন জেলে। আল আমিন ঘটনাস্থলে মারা গেছেন। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।