কুয়াকাটার মহিপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করতে গিয়ে কামরুল মোল্লা (৩৫) ও শাকিল জোমাদ্দার (৩৫) নামের দুই যুবককে বুধবার গ্রেফতারের পর বৃহস্পতিবার (০৬ অক্টোবর) পুলিশ এদেরকে আদলতে সোপর্দ করেছে।

মহিপুর থানা পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোগ্রাম অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে দরিদ্র মানুষের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগে বুধবার উপজেলার মৎস্য বন্দর মহিপুরের ইমন আবাসিক হোটেলের ১৪ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই যুবক মহিপুরের ওই হোটেলে অবস্থান নেয়। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার পরিচয় দিয়ে একতলা বিল্ডিং, একটি টিউবওয়েল ও একটি বাথরুম স্বল্পমূল্যে করে দেয়া হবে বলে এলাকার লোকজনকে জানায়।
এজন্য অন্তত ৫০টি পরিবারের প্রত্যেকের কাছ থেকে দশ হাজার টাকা করে হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত দু’জন পিরোজপুর জেলার মঠবাড়িয়ার শাপলেজা গ্রামের জয়নাল আবেদীন মোল্লার পুত্র কামরুল ইসলাম(৩২) ও একই এলাকার মধ্যম সোনাখালী গ্রামের সেলিম জোমাদ্দারের পুত্র শাকিল(২৮)।

মহিপুর থানার ওসি এস এম মাসুদুর রহমান জানান, আসামীদের বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।