বরগুনা: বরগুনার আমতলীতে বাচাপায় স্বরুব আলী প্যাদা (৬০) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।

 

শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আমতলী-পটুয়াখালী সড়কের চুনাখালীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে একটি বাস আমতলী-পটুয়াখালী সড়কের চুনাখালীতে একটি টমটমকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই আলী প্যাদা (৬০) নিহত হয়। এতে আহত হন তার ৫ বছরের নাতি আখিনুর, মোস্তফা প্যাদা (৫২) ও বেলায়েত হোসেন (৩২)।
আহদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান,  স্বরুব আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।