ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফারুক সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিন মাস ধরে নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাংসদ বজলুল হক হারুন, বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মাদ শাহ জাহান ওমর বীর উত্তমসহ কাঠালিয়া উপজেলার সকল চেয়ারম্যান ও মেম্বর এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা গভীর শোক ও সমবেদনা জানান।