বার্তা পরিবেশক, অনলাইন:::   জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা গ্রহণ করায় মতিয়ার রহমান (৪৮) নামে এক মাদরাসা সুপারের এক বছর কারাদণ্ডের রায় প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমান বীরগঞ্জ উপজেলার করিমপুর পুলহাট দাখিল মাদরাসার সুপার।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়ামিন হোসেন এ রায় প্রদান করেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন জানান, মঙ্গলবার জেডিসি পরীক্ষায় বীরগঞ্জ ফাজিল মাদরাসা কেন্দ্রে মতিয়ার রহমান দায়িত্ব পালন করছিলেন। এক জন পরীক্ষার্থীর স্থলে ৯ম শ্রেণির অপর এক ছাত্রের দ্বারা পরীক্ষা গ্রহণ করেন মতিয়ার রহমান। এ অভিযোগে তাকে এক বছর কারাদণ্ডের রায় প্রদান করা হয়।