সোমবার সকালে ফের কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে। শ্রীনগর থেকে ১০ কিলোমিটার দূরে পাম্পোরে একটি সরকারি ভবনে ঢুকে পড়ে দুই থেকে তিন জন জঙ্গি। ভবনটিতে জঙ্গিদের আশ্রয় নেয়ার খবর পাওয়ার পরেই এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনীর জওয়ানরা। ভারতীয় গণমাধ্যম এবেলা জানায়, জঙ্গিদের ছোড়া গুলিতে এক সেনা আহত হয়েছেন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ সরকারি ভবনটির ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দেয় জঙ্গিরা। যদিও, সেনাবাহিনীর জওয়ানদের কৌশলের ফলে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে। জঙ্গিদের সঙ্গে এখনো লড়াই চলছে ভারতীয় সেনাদের।

সরকারি এই ভবনটিতেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকজন জঙ্গি ঢুকে পড়ে। সেবার জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে তিনজন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন। ভবনটি জঙ্গিদের দখলমুক্ত করতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লেগেছিল সেনার।