বরগুনা: বরগুনায় ১১ বছরের শিশু লিমাকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে জামাই ও শ্বশুরকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, এম বালিয়াতলী ইউনিয়নের ঝিনাইবাড়িয়া গ্রামের ছান্টু মৃধা ও তার জামাই আল আমিন। সেই সঙ্গে লিমার মা মেহেরুননেসাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মাস খানেক আগে লিমা চট্টগ্রাম বেড়াতে গিয়েছিলো। সেখান থেকে আল আমিনের সঙ্গে বাড়ি ফিরে আসে। এলাকার মানুষ আল আমিনের কথা জানতে চাইলে জানানো হয়, লিমার সঙ্গে তার বিয়ে হয়েছে। বিষয়টি লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল ও বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের নজরে এলে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় জামাই ও শ্বশুর আত্মগোপন করে।
পরে মঙ্গলবার তাদের প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জামাই ও শ্বশুরকে ১ মাস করে জেল ও লিমার মা মেহেরুনেনেছাকে ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন।