মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের পর ‍দুই দলের খেলোয়াড়রা যখন করমর্দন করছিলেন, তখনই বিতণ্ডায় জড়িয়েছিলেন তামিম ইকবাল ও বেন স্টোকস। যদিও এ ঘটনার পর টুইটারে নিজের কাণ্ডের ব্যাখ্যা দিয়েছিলেন স্টোকস। আর ওই ঘটনায় তামিমের কোনও দোষ দেখছেন না মাশরাফি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভিডিওটা আমি দেখেছি। আমি তামিমের কোনও দোষ খুঁজে পাইনি। আমি ওদেরও দোষ দিচ্ছি না। তবে তামিমের কোনও ভুল খুঁজে পাইনি। আমরা খুব সাধারণভাবেই করমর্দন করতে গিয়েছিলাম। প্রথম ম্যাচে হারার পরও আমরা স্বাভাবিক ভাবেই করমর্দন করতে গিয়েছি। ওই সময় আমি ওর সামনেই ছিলাম। ও কিছু করেছে বা বলেছে, সেটা আমি শুনিনি।’

নিজের টুইটারে এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বেন স্টোকস বলেছেন, ‘আজকের জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। আমাদের কোনও সুযোগই দেয়নি। কিন্তু করমর্দনের সময় আমার সতীর্থের সঙ্গে কাঁধের ধাক্কার বিষয়টি আমি মেনে নিতে পারবো না।’
এসময় মাশরাফি আরও যোগ করেন, ‘হয়তো হিট অব দ্যা মোমেন্টে হয়ে গেছে। ওদের কারও দোষ আছে-আমি এটা বলতে চাই না।’

নিজেদের উদযাপন নিয়ে মাশরাফি বলেছেন, ‘উদযাপনটা যেভাবে করেছিলাম আমরা, হয়তো এখন সেটা কোড অব কন্ডাক্টের ভেতর নেই। ওই কারণে জরিমানা হয়েছে। মাঠে ওইরকম উত্তেজনাপূর্ণ সময়ে অনেকভাবেই অনেকে উল্লাস করে। এমনকি ইংল্যান্ডের সঙ্গেও আমরা যখন অস্ট্রেলিয়ায় জিতেছি, তখন এভাবেই উল্লাস করেছি। তবে তখন এই ধরণের আইন ছিল না।’